আজ বুধবার এনজিও বিষয়ক কার্যক্রম পরিদর্শনের জন্য এনজিও বিষয়ক ব্যুরোর একটি প্রতিনিধি দল “মমদা ফাউণ্ডেশন” পরিদর্শন করেন। ব্যুরোর প্রতিনিধি দলে ছিলেন ব্যুরোর উপপরিচালক মুশতানজিদা পারভীন এবং অনুপ্রিয় বড়ুয়া। শুরুতেই “মমদা ফাউণ্ডেশন” এর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক, মমদা ফাউণ্ডেশনের কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন।